বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাভোগ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন সফল করতে তারা বদ্ধপরিকর।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ১০ দফা দাবি পূরণের অঙ্গীকারও করেন ফখরুল।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং অবশ্যই আমরা সংসদ ভেঙে দিয়ে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন করতে বাধ্য করব।’
সেজন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাঁর অসাধারণ সাহস, তাঁর প্রজ্ঞা, তাঁর দূরদর্শিতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
বিদেশে বাংলাদেশিদের সম্পদের বিষয়ে ফখরুল বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নতুন নেতারা জনগণের সম্পদ লুট করে বিদেশে এসব সম্পত্তি ক্রয় করছে।
তিনি বলেন, ‘বেশিরভাগ বাংলাদেশি বিদেশে, বিশেষ করে লন্ডনে বাড়ি কিনেছেন। তারাই নব্য আওয়ামী লীগার যারা দেশের সম্পদ লুট করে এসব বাড়ি কিনছে।’
বিএনপির এই নেতা বলেন, সারাদেশের মানুষ জানে আপনারা (আ.লীগ) সম্পদ লুটপাট করছেন।
আরও পড়ুন: ঢাকা সফরে ডোনাল্ড লুর বক্তব্য নিয়ে সরকার মিথ্যাচার করছে: ফখরুল
সব মোবাইল ফোনে বিজয় কীবোর্ড বাধ্যতামূলক করার সরকারের পদক্ষেপেরও নিন্দা করেন বিএনপি নেতা। তিনি বলেন, এই ‘বিজয় কীবোর্ড’-এর মালিক মোস্তাফা জব্বার, যিনি ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রী। একজন মন্ত্রী কখনই তার কোম্পানিকে সরকারের কোনো লাভজনক কাজে সম্পৃক্ত করতে পারবেন না এটাই নিয়ম। এক্ষেত্রে তারা সরকারি ঘোষণা দিয়ে প্রকাশ্যে এমন কাজ করছে।
এর আগে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ জানুয়ারি থেকে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আরও পড়ুন: জিয়ার জন্মবার্ষিকী: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার অঙ্গীকার বিএনপির