বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে ক্ষমতায় এলে তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন।
এক আলোচনা সভায় বিএনপি নেতা আরও বলেন, ‘বাংলাদেশের সবাই জানে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু ওবায়দুল কাদের দেখতে পাচ্ছেন না কে হবে আমাদের প্রধানমন্ত্রী।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপিপন্থী প্লাটফর্ম গণতন্ত্র ফোরাম।
আরও পড়ুন: তীব্র সংকটে পড়তে যাচ্ছে দেশ: বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি আর প্রধানমন্ত্রী হতে রাজি নন।
এ প্রসঙ্গে তিনি ওবায়দুল কাদেরকে আগামী নির্বাচনে বা ১০ বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে বলতে বলেন।
বিএনপি নেতা আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ পরাজয় বরণ করবে। কারণ দলটি ইতোমধ্যেই তাদের সব অপকৌশল ব্যবহার করেছে। ভবিষ্যতে দেশে কোনো অশুভ নকশা কাজ করবে না।
তিনি সরকারকে শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিয়ে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে ক্ষমতা ছেড়ে দিয়ে সংসদ ভেঙে দেয়ার আহ্বান জানান।
ইচ্ছাকৃতভাবে ঔদ্ধত্য দেখিয়ে ক্ষমতায় থেকে বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো সংকটের দিকে ঠেলে দিলে তার সব দায় সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মোশাররফ।
আরও পড়ুন: আ’লীগ নেতাদের জনগণের টাকা লুটপাট ‘ঐতিহাসিক সত্য’: বিএনপি
সরকারের মিথ্যা আশ্বাসে নির্বাচনে অংশ নেবে না বিএনপি: জয়নুল আবেদীন