বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সরকারের ‘মিথ্যা’ আশ্বাসে তাদের দল আর কোনো নির্বাচনে অংশ নেবে না।
তিনি বলেন, ‘আপনারা (সরকার) বিএনপিকে নির্বাচনে আনার জন্য অহেতুক চেষ্টা করছেন। আপনারা ভাবছেন মিথ্যা আশ্বাস দিয়ে বিএনপিকে আবার নির্বাচনে নিতে পারবেন, কিন্তু তা হবে না।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের ‘ক্যাডার’ দের বিরোধী দলের নেতাদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে দলটির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
এসময় জয়নুল আবেদীন বলেন, শোনা যাচ্ছে সরকারের নীতি-নির্ধারকেরা নির্বাচনী রোডম্যাপ তৈরি করছেন। ‘এটা কোনো নির্বাচনী রোডম্যাপ নয়। অনির্বাচিত সরকার কীভাবে বাংলাদেশ থেকে পালাতে পারবে তার রোডম্যাপ।’
আরও পড়ুন: বাংলাদেশ দ্রুত শ্রীলঙ্কায় পরিণত হতে যাচ্ছে: ফখরুল
বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকারের কাছ থেকে সুবিধা নেয়ার লোভে যারা দলের (বিএনপি) সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ‘দেশদ্রোহীরা বাংলাদেশে কোনো স্থান পাবে না।’
বিএনপি নেতা বলেন, জনগণ তাদের সঙ্গে থাকায় ষড়যন্ত্রকারীরা তাদের দলকে ভাঙতে ও দুর্বল করতে পারবে না। আপনারা (সরকার) যতই চেষ্টা করুন না কেন, বিএনপিকে বিভক্ত করতে পারবেন না।
বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে বলে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের পতন নিশ্চিত করার জন্য এটা জনগণের আন্দোলন, কোনো ষড়যন্ত্র নয়। ‘বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এবং তারা আপনারদের পতনের আন্দোলনে নেমেছে। ষড়যন্ত্রের কথা বলে এই আন্দোলন বন্ধ করা যাবে না।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারকে নিন্দা জানান এই বিএনপি নেতা।
তিনি অভিযোগ করেন, ‘সরকার জনগণের টাকা লুটপাট করতে সিন্ডিকেট তৈরি করে সব পণ্যের দাম বাড়িয়েছে।’
আরও পড়ুন: শিগগিরই আন্দোলনের রূপরেখা প্রকাশ করবে বিএনপি: গয়েশ্বর
আ.লীগের অধীনে যারা নির্বাচনে যাবে তাদের প্রতি সতর্কবার্তা বিএনপির