মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি, বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতা, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের স্বীকার হয়েছেন।’
তিনি বলেন, ‘সরকার ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে।’
সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়া এবং রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছে।
কাদের বলেন, ‘বিএনপি কোনো ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না। তাই সরকারের পদত্যাগ চাওয়া তাদের মামার বাড়ির আবদারে পরিণত হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘উপনির্বাচনে অংশ নিয়ে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি। এটি তাদের পুরনো অপকৌশল।’