বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার তাদের ছেলে ব্যারিস্টার মারুফ হোসেন ইউএনবিকে বলেন, বুধবার রাতে এই দম্পতিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: করোনায় মারা গেলেন বিএনপি নেতা রুহুল আমিন চৌধুরী
তিনি বলেন, তারা হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।
মারুফ বলেন, ‘মঙ্গলবার মোশাররফ ও বিলকিসের কোভিড-১৯ পরীক্ষা করা হয় এবং বুধবার করোনা পজিটিভ শনাক্ত হয়। ‘তারা জ্বর, কাশি ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন, তাই আমরা তাদের হাসপাতালে নিয়ে আসি।’
তিনি বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে তার বাবা-মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
আরও পড়ুন:বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শাসনামলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।