জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বুধবার বলেছেন, মানুষের মৌলিক মানবাধিকার ইস্যুতে তাদের দল আপস করবে না।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জাতীয় পার্টির মূল রাজনীতি হলো সুশাসন নিশ্চিত করা।’
আরও পড়ুন: জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই: জিএম কাদের
জাতীয় পার্টির প্রধান বলেন, তাদের দল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ অব্যাহত রাখবে যেটা কিনা জনগণের আস্থা ও ভালোবাসায় দলটির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ স্বপ্ন দেখেছিলেন।
সংসদে ডেপুটি বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, ‘এটা প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির শাসনামলে মানুষ আরও ভালো মৌলিক অধিকার ভোগ করেছে। সাধারণ মানুষ এখনও বলছে এরশাদের শাসনামলে তারা আরও ভালো অবস্থায় ছিল।’
তিনি বলেন, ‘জনগণ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের বাজেট লুট হচ্ছে: জিএম কাদের
এসময় জাতীয় পার্টি নেতা -কর্মীদের ক্ষমতায় ফেরার পথ সুগম করতে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য কাজ করার আহ্বান জানান কাদের।
সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নী, দলের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এবং যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম তার কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা প্রমুখ।