নারাণগঞ্জে যুবদল কর্মী নিহত ও দেশের বিভিন্ন জায়গায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর নিহত যুবদল নেতা শাওনের (২১) মাগফেরাত কামনায় গায়েবানা জানাযা পড়বে নেতাকর্মীরা।
পড়ুন: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
এদিকে বিএনপি বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করে।
বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার একটি আলোচনা সভার আয়োজন করবে।
নারায়ণগঞ্জে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে যুবদল নেতা শাওন নিহত হন এবং আহত হন আরও ৫০ জন নেতাকর্মী।
পড়ুন: ক্ষমতায় গেলে জিয়া হত্যার বিচারে কমিশন গঠন করবে বিএনপি: ফখরুল
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে ১৯৭৮ সালের ১ সে্প্টেম্বর ১৯ দফার ভিত্তিতে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮০ সালে জিয়াউর রহমানের হত্যাকান্ডের পর তার বিধবা স্ত্রী দলের নেতৃত্বে আসেন।
প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় যায় ও দুইবার বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। ২০০৭ সালে ১/১১ পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রায় ১৫ বছরের কাছাকাছি সময় ধরে ক্ষমতার বাইরে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১
আরও পড়ুন: