আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শনিবার যথাক্রমে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও নয়াপল্টনে ২০টি শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স শুক্রবার রাতে উভয় দলকে এ সংক্রান্ত পৃথক চিঠি দিয়েছে।
চিঠিদ্বয়ে অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি অনুমতি পেয়েছে।
আরও পড়ুন: সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, সরকারকে বাড়াবাড়ি না করতে হুঁশিয়ারি ফখরুলের
ডিএমপি'র শর্তে বলা হয়েছে, ডিএমপি শুধুমাত্র দুপুর ১২টার পর জনসমাগম করার অনুমতি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে হবে, সমাবেশ থেকে কোনো উস্কানিমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া যাবে না, ব্যানার বা ফেস্টুন বহনের নামে নেতা-কর্মীদের লাঠি বা রড বহন করতে দেওয়া হবে না। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আয়োজকরা দায়ী থাকবেন।
এর আগে গত ২০ ও ২১ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করে যথাক্রমে আওয়ামী লীগ ও বিএনপি।
আরও পড়ুন: আ. লীগের সমাবেশ: বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ শুরু
শনিবারের সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছে