আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা পরাজিত হলে, বাংলাদেশ হেরে যাবে।
তিনি বলেন, দেশের দরিদ্র মানুষকে বাঁচাতে শেখ হাসিনাকে জিততেই হবে।
আরও পড়ুন: আ.লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল কাদের
শনিবার (২৬ আগস্ট) বিকালে ঢাকার মিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনার বিকল্প নেই, দেশে শেখ হাসিনার চেয়ে যোগ্য প্রধানমন্ত্রী কে?
তিনি বলেন, বিএনপি শেখ হাসিনার পদত্যাগ চায়। জনগণ তত্ত্বাবধায়ক সরকার ও সংসদ ভেঙে শেখ হাসিনার পদত্যাগ চায় না।
বিএনপিকে সন্ত্রাস, দুর্নীতি ও মানুষ হত্যাকারী দল উল্লেখ করে তিনি বলেন, বিরোধীরা আবার ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে।
আওয়ামী লীগ নেতা আরও বলেন, ক্ষমতা দখল করতে পারলে বিএনপি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে গ্রাস করে দেশকে পাকিস্তান ও আফগানিস্তানে পরিণত করবে।
ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- সংসদ সদস্য আগা খান মিন্টু, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।
আরও পড়ুন: আন্দোলনে ব্যর্থ হয়ে শোক মিছিল করেছে বিএনপি: কাদের
বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ: ওবায়দুল কাদের