জাতীয় শোক দিবসের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে নাটোরে আওয়ামী লীগের দু'পক্ষের মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সংশ্লিষ্টরা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের পক্ষের লোকজন এই পাল্টাপাল্টি কর্মসূচি আয়োজন করছে। উভয় পক্ষই শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য পৃথক প্যান্ডেল তৈরি করছে। এ অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: আ‘লীগ নেতা মোহাম্মদ উল্যাহ মারা গেছেন
এদিকে, শনিবার দুপুরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা চেয়ারম্যান রমজানের ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। সম্মেলনে শোক দিবসের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাধাগ্রস্ত করতে এমপি শিমুলের বিরুদ্ধে সংঘাত উস্কে দেয়ার অভিযোগ এনে তার নিন্দা জানায় বক্তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ অন্যান্য নেতারা।