সংবিধান কোন এক ব্যক্তি বা কোন দলকে নিরাপত্তা দেয়ার জন্য নয় মন্তব্য করে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেছেন, সংবিধান আপনাদেরকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দেয়ার জন্য।
তিনি বলেন, ‘প্রশাসনের যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তারা কখনও সংবিধান লঙ্ঘন করবেন না। সংবিধান আপনাদেরকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দেয়ার। কোন একটা ব্যক্তি বা কোন দলকে নিরাপত্তা দেয়ার জন্য নয়।’
শুক্রবার বিকালে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আ.লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে: মির্জা ফখরুল
ফখরুল বলেন, আওয়ামী লীগ বা কোন ব্যক্তি এদেশের প্রভু নয়, মালিক নয়। এই দেশের মালিক হচ্ছে জনগণ। এই দেশের মালিক আপনারা। আপনাদের ট্যাক্সের টাকায় প্রশাসনের সবাই চলে।
খালেদার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। জনগণ তার সুচিকিৎসা চায়। তিনি এই দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন, পথে-ঘাটে প্রান্তরে প্রান্তরে। তিনি উড়ে এসে জুড়ে বসেননি। এখনও তিনি সংগ্রাম করছেন। এখনও এই ভয়াবহ দানবীয় সরকারের রোষানল থেকে দেশকে বাঁচানোর জন্য বন্দী হয়ে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
বিএনপি নেতা বলেন, সবাই দোয়া করবেন খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। আমরা যেন তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি, মুক্তির ব্যবস্থা করতে পারি এই হোক আমাদের আজকের শপথ।
আরও পড়ুন: স্বাধীনতার লক্ষ্য এখনো বাস্তবায়িত হয়নি: ফখরুল
তিনি বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই, একটা উত্তাল গণআন্দোলনের মধ্য দিয়ে এই দানবীয় সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি, এই হোক আমাদের প্রতিজ্ঞা।’
গাজীপুর জেলা বিএনপি'র আহ্বায়ক এ কে এম মিলনের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, ইশরাক হোসেন, হাসান উদ্দিন সরকার, হুমায়ুন কবির খানসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য দেন।
এর আগে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিএনপির গাজীপুরের বিভিন্ন ইউনিটের নেতারা জড়ো হন সমাবেশে।
আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য `অপ্রত্যাশিত’: মির্জা ফখরুল