বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার আবারও ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী কর্মীদের গুম করার মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়েছে।’
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘সাবেক এবং বর্তমান সাতজন র্যাব কর্মকর্তার ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার তীব্র চাপের ফলে জোর করে গুম ও হত্যার ভয়ে থাকা পরিবারগুলোতে কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু, সরকার আবারও বলপ্রয়োগের মতো জঘন্য অপরাধে জড়াতে শুরু করেছে।’
উদাহরণ টেনে এই বিএনপি নেতা বলেন, খুলনা জেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) সাধারণ সম্পাদককে কয়েকদিন আগে তুলে নিয়ে যাওয়া হয় এবং বরগুনা উপজেলা শাখার আরেক জেসিডি নেতাকে গুম করে থানায় সোপর্দ করা হয়। এই সরকার বারবার অমানবিক আচরণ করছে, যা অগ্রহণযোগ্য।
আরও পড়ুন: বিএনপির সমাবেশ বন্ধ করতে নতুন বিধিনিষেধ: রিজভী
রিজভী অভিযোগ করেন, গুমের ঘটনায় পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাবকে ব্যবহার করছে সরকার।
তিনি বলেন, অতীতেও সরকারের নির্দেশে র্যাবের সদস্যরা জঘন্য অপরাধে জড়িত ছিল এবং এলিট ফোর্সকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাহিনীতে পরিণত করেছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘তারা (সরকার) পরে গোয়েন্দা পুলিশ ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে সারাদেশে বন্দুকযুদ্ধের নামে অপহরণ, গুম এবং মানুষ হত্যা করেছে। এখন এই ধরনের অপরাধে সিআইডিকে ব্যবহার করা হয়েছে।’
তিনি বলেন, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে তুলে নিয়ে চিরতরে গুম করে দেয় অথবা অস্ত্র উদ্ধারের নামে ক্রসফায়ারে মেরে ফেলে। কখনও কখনও নিহতদের লাশ রাস্তার ধারে বা নদীতে পাওয়া যায়।
আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের হামলায় ৩০০ জন আহত হয়েছে: রিজভী
বিএনপির এই নেতা সরকারকে হুঁশিয়ার করে বলেন, অপহরণ ও গুম করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার পরিণতি হবে ভয়াবহ।
নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণের পর অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান রিজভী।
অন্যথায় বর্তমান সরকারের পতন নিশ্চিত করতে তারা আবারও রাজপথে আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, ‘মধ্যরাতে ভোটের সরকারের বিদায়ের গণনা শুরু হয়েছে। আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর শৃঙ্খল থেকে মুক্তি পেতে চায়, জনগণের এমন তীব্র আন্দোলন দেখে সরকার আতঙ্কিত।’
আরও পড়ুন: সুষ্ঠু ভোটের পরিস্থিতি বাংলাদেশ থেকে নিরুদ্দেশ: রিজভী