বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস বলেছেন, তাদের দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য নয়, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত হচ্ছে না। বরং এই সরকারের পতন নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।
শনিবার জাতীয়তাবাদী যুবদলের যশোর শাখার নেতা বদিউজ্জামান ধানি হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে।
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধানি (৪২) কে গত ১২ জুলাই যশোর শহরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: যাত্রাপথে ভোগান্তিতে ঈদে ঘরে ফেরা মানুষের আনন্দ নেই: বিএনপি
সমাবেশে বক্তব্যে এই বিএনপি নেতা আরও বলেন, তাদের দল সরকারকে আর দুঃশাসন ও দমনমূলক কাজ করতে দেবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস বলেন, সরকার বদিউজ্জামানের হত্যাকাণ্ডকে দলীয় অন্তর্দ্বন্দ্বের পরিণতি হিসেবে বর্ণনা করে খুনিদের বাঁচানোর চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আমরা এটা পরিষ্কার করতে চাই যে এটি কোনও অভ্যন্তরীণ বিবাদ নয়। বিএনপির কর্মীদের ভয় দেখানোর জন্য আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
এই বিএনপি নেতা বলেন, ‘আমরা আর কোনো হত্যা দেখতে চাই না। এবার আমরা প্রতিরোধ ও প্রতিবাদে নামব। এই সরকারকে আর রেহাই দেয়া হবে না।’
বিএনপি একটি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে এমন মন্তব্যের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করেন আব্বাস।
তিনি বলেন, ‘আমি বলব বিএনপি যদি পতিত দল হয়, তাহলে এত ভয় কেন? কেন আমাদের মিছিল-মিটিং করার অনুমতি নেই?’
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও বিএনপি শক্তিশালী অস্তিত্ব নিয়ে রাজনীতিতে রয়েছে।
এই বিএনপি নেতা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জনরোষের মুখোমুখি হওয়ার ভয়ে তাদের (আওয়ামী লীগের) শীর্ষ নেতারা কখন দেশ ছেড়ে পালিয়ে যাবেন তার পরিণতি নিয়ে ভাবতে বলেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে ভয় পাওয়া উচিত নয়। কারণ দলটির নেতারা তাদের শাসনামলে দেশে ব্যাপক উন্নয়নের বড়াই করেন। ‘আমরা এমন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাব যখন সংসদ ভেঙ্গে দেয়া হবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন না।’
আরও পড়ুন: ঈদ আসলেই আওয়ামী পরিবহন সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে: রিজভী
এক হাজার পদ্মা সেতু করেও জনগণের আস্থা অর্জন করতে পারবে না আ.লীগ: বিএনপি