সরকার জনরোষের মুখোমুখি হওয়ার ভয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘হায়েনার’ মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘অবৈধ রাজনৈতিক শক্তি সবসময় আতঙ্কে থাকে। এ কারণে জনগণের পদশব্দে ও জনগণের স্বোচ্চার কণ্ঠে আতঙ্কিত হয়ে তাদের দমনের চেষ্টা করছে। সে কারণেই তারা বিএনপির বিভিন্ন কর্মসূচি নস্যাৎ করতে হায়েনার মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়েছে।
দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সরকার দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত ঝরিয়েছে।
নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগ পর্যন্ত প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আওয়ামী লীগের চেতনা ধারণকারী ব্যক্তিদের বসিয়ে সরকার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ‘ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে’
তিনি বলেন, সরকার সব জায়গায় নিজেদের লোক বসিয়ে গোটা দেশকে উপনিবেশ বানিয়েছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং জনগণের নাগরিক ও ভোটাধিকার কেড়ে নিয়েছে।
তিনি বলেন, তারা (সরকার) গণতন্ত্রকামী ভিন্নমতাবলম্বীদের নির্মমভাবে দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। একইভাবে তারা এখন দলের ক্যাডার ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে সারাদেশে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, ঢাকার সাভার, পটুয়াখালী, মাগুরা ও ঝালকাটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশ বানচাল করতে পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিভিন্ন দমনমূলক কর্মকাণ্ডের আশ্রয় নেয়।
তিনি বলেন, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তাদের দলের শান্তিপূর্ণ সমাবেশে বিনা উসকানিতে হামলা চালায় পুলিশ।
রিজভী বলেন, তারা আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
তিনি বলেন, পটুয়াখালীতে সমাবেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় তাদের দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন: আ.লীগ সরকার দলীয় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে: এবিএম মোশাররফ হোসেন