বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতি সংকটময় সময় পার করায় সাংবাদিকতা এখন সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা।
তিনি বলেন, ‘জাতির দুঃসময়ে সাংবাদিকতা যখন সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা, তখন ব্যক্তিগত সততার সঙ্গে পেশাগত কার্যক্রম চালিয়ে যাওয়া জরুরি। আমরা সবাই যদি এটা করতে পারি, তাহলে অবশ্যই আমরা দেশের বর্তমান (রাজনৈতিক) সংকট কাটিয়ে উঠতে পারব।’
শনিবার (৭ অক্টোবর) চলতি বছরের ২২ আগস্ট ৪২ বছর বয়সে মারা যাওয়া দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খানের স্মরণে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রয়াত হাবিবুর রহমান খানের বন্ধু ও সহকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তৃতায় ফখরুল বলেন, এত অল্প বয়সে হাবিবের মৃত্যু মেনে নেওয়া কঠিন। দেশের বর্তমান প্রেক্ষাপটে তার মতো একজন স্পষ্টভাষী সাংবাদিকের খুব প্রয়োজন ছিল।
আরও পড়ুন: ‘ওয়াকওভার’ করে আওয়ামী লীগকে আর সরকার গঠন করতে দেওয়া হবে না: ফখরুল
হাবিবকে একজন 'সাহসী, দেশপ্রেমিক, সৎ ও পেশাদার রিপোর্টার' হিসেবে আখ্যায়িত করে বিএনপির এই নেতা সাংবাদিকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এছাড়াও তিনি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, দলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলটির নেতা নাসির উদ্দিন অসীম, বজলুল চৌধুরী আবেদ, তাবিথ আউয়াল, যুবদল নেতা মাহবুব হোসেন ভূঁইয়া, বিএফইউজে সভাপতি এম আব্দুল্লাহ, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাবিবের স্ত্রী ফারজানা মাহমুদ সনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউর সাবেক যুগ্ম সচিব মঈন উদ্দিন খান ও মঈনুল আহসান।
আরও পড়ুন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য বিদেশে ষড়যন্ত্র করছে: রিজভী
আ. লীগ ছাড়া বাকি সবাই এ সরকারের অধীনে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে: ফখরুল