আরও পড়ুন: ‘করোনা উপসর্গ’ নিয়ে বগুড়ায় আ’লীগের সাবেক এমপির মৃত্যু
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আব্দুল মজিদ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর কথা নিশ্চিত করে সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও মরহুমের ছেলে আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী তাজউদ্দিন আহম্মেদ জানান, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। তিনি কৃত্রিম অক্সিজেন নিয়ে বেঁচে ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
শুক্রবার বিকালে তার প্রতিষ্ঠিত রূপনাই মাদরাসা ও ঈগগাহ মাঠে জানাজা শেষে তার দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: ৫ সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থ থাকায় তিনি একাদশ সংসদ নির্বাচনে নিজে অংশ নিতে না পারায় তার ছেলে আব্দুল মমিন আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।
আরও পড়ুন: করোনা: বগুড়ায় সাবেক এমপির মৃত্যুর পর পরিবারের ৪ সদস্য আক্রান্ত
সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।