সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি গ্রাম থেকে জেলা ছাত্রদলের সভাপতিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে জানান ডিবি।
গ্রেপ্তার মো.জুনায়েদ হোসেন সবুজ (৩৪) সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার (মিলন মোড়) মো. শাহজাহান আলীর ছেলে।
আরও পড়ুন: বোরহানউদ্দিনে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সবুজকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে। সরকারি কাজে বাধাদানসহ তার বিরুদ্ধে আরও ৮/১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
এদিকে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: সিলেটে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক: র্যাব
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জুনায়েদ হোসেন সবুজকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন জানিয়েছেন।
এছাড়া সাবেক এমপি জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক বাচ্চুসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবুজকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
আরও পড়ুন: রাজধানীর পল্লবীতে অস্ত্রসহ ‘রোমান্টিক গ্রুপের’ ৮ সদস্য আটক