গোলাপগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণকালে ঢাকা দক্ষিণ বাজারের লঞ্চ ঘরের সামনে থেকে রবিবার সন্ধ্যা ৭টার দিকে ছয় জন নেতা-কর্মীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল রয়েছেন।
এদিকে আটকের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঢাকা দক্ষিণ বাজার ইউনিয়নে প্রায় ১ ঘণ্টা ঢাকা দক্ষিণ-গোলাপগঞ্জ সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
স্থানীয়রা জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে বিএনপি নেতা-কর্মীরা সন্ধ্যায় ঢাকা দক্ষিণ বাজারে লিফলেট বিতরণ করছিলেন। এসময় পুলিশ মুরাদ ও উজ্জ্বলসহ ৬ জনকে আটক করে।
যোগাযোগ করা হলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মুরাদ ও উজ্জ্বলকে আটকের কথা জানালেও অন্য চারজনের নাম জানাতে পারেননি।
এদিকে, বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে রবিবার রাতে ফেঞ্চুগঞ্জে ছাত্রদল ও যুবদলের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাফি, যুবদল নেতা চঞ্চল হোসেন, যুবদল নেতা বাহাউদ্দিন, যুবদল নেতা শামিম আহমেদ।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান- আটককৃতরা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি।