ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের অগ্রহণযোগ্যভাবে হত্যা বন্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাকা, সিলেট ও লালমনিরহাটে তিন দিনের মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে ১৮ নভেম্বর লালমনিরহাটের কালীগঞ্জে এবং পরদিন সিলেটের কানাইঘাটে তাদের দল মানববন্ধন কর্মসূচি পালন করবে।
আরও পড়ুন: সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক আর ভারতের জন্য লজ্জা: পররাষ্ট্রমন্ত্রী
তিনি আরও জানান, সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী ২০ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনেও একই ধরনের কর্মসূচি পালন করবে দলটি।
ফখরুল বলেন,তাদের বৈঠকে কালিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)কর্তৃক সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের হত্যার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত সীমান্তে গুলি করে বাংলাদেশিদের হত্যার ঘটনা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: আমরা কোনো সীমান্তেই প্রাণহানি চাই না: ভারতীয় হাইকমিশনার
বিএনপি নেতা বলেন, সীমান্ত হত্যা ইস্যুতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সমালোচনা করেছে তাদের স্থায়ী কমিটি। তিনি বলেন, চোরাচালান বন্ধে সীমান্তে গুলি চালিয়ে মানুষ হত্যা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না।আমরা সরকারকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।