বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অভিযোগ করে বলেন, বাংলাদেশকে ‘অন্যের ওপর নির্ভরশীল’ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ সরকার একটি বড় ‘অদৃশ্য শক্তি’ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে যে একটি বড় অদৃশ্য শক্তি সবসময় বাংলাদেশকে দুর্বল করে নিয়ন্ত্রণে রাখা এবং কৌশলে পরাস্ত করার চেষ্টা করছে।’
শুক্রবার পিলখানা হত্যাকাণ্ডের ১৩তম বার্ষিকী উপলক্ষে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা ষড়যন্ত্রের ফল: বিএনপি
বিএনপি নেতা আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, এখন আমাদের যে সরকার আছে তারা তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য ওই অদৃশ্য শক্তির সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে।
বর্তমান সরকার বাংলাদেশের গণতন্ত্র,নিরাপত্তা,নির্বাচন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, সেনাবাহিনী পরিচালিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের একটি সংক্ষিপ্ত ও আংশিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে তদন্তের মূল অংশ প্রকাশ করা হয়নি। এর পেছনের কারণ কী এবং কার স্বার্থ ছিল? আমরা ১৩ বছর ধরে এটি জানতে পারিনি।
উল্লেখ্য, ২০০৯ সালে বিডিআর (বর্তমানে বিজিবি) সপ্তাহ চলাকালে ২৫ ফেব্রুয়ারি সশস্ত্র বিদ্রোহ করেন বাহিনীর কয়েক’শ সদস্য। তাদের হাতে পিলখানা সদরদপ্তরে নিহত হন ৫৭ জন সেনাকর্মর্তাসহ ৭৪ জন।পরে সরকারের সঙ্গে বিদ্রোহীদের আলোচনা শেষে পরদিন ২৬ ফেব্রুয়ারি অস্ত্র, গুলি ও গ্রেনেড জমাদানের মধ্য দিয়ে বিদ্রোহের সমাপ্তি হয়।
ঘটনার জেরে আধা সামরিক বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়।
আরও পড়ুন: টিসিবির ট্রাকের সামনে লম্বা সারি বাস্তবতা প্রকাশ করে: বিএনপি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দিনব্যাপী কর্মসূচি বিএনপির