রবিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় সংবাদ সম্মেলনে নিজের ত্রি-মাত্রিক পরিকল্পনার কথা জানান তিনি।
‘আমার অগ্রাধিকার শুধুমাত্র উন্নত জীবনযাপনের জন্য শহর গড়ে তোলা নয়, নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্যও কাজ করা,’ বলেন তিনি।
ডিএনসিসির মেয়র হিসেবে গত নয় মাসের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা উল্লেখ করে আতিকুল বলেন, ‘আমি পুনরায় নির্বাচিত হলে ঢাকাকে সুস্থ্, সচল ও আধুনিক করে গড়ে তুলব।’
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও পার্ক তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমি চাই আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠুক’।
বিভিন্ন খাতে দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেয়ারও প্রতিশ্রুতি দেন আতিকুল।
এর আগে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডিএনসিসির মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।
২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর পদটি শূন্য হয়। ২০১৫ সালের ২৮ এপ্রিল সবশেষ মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।