সাভার আশুলিয়ায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে ৪টি শিশু রয়েছে। এরা হলো— মোছা. সুরাহা (৩), সোয়ায়েদ (৪), মাহাদী (৭) ও ছামিন মাহমুদ (১৫)।
অন্য দগ্ধরা হলেন— মোছা. সূর্য বানু, মোছা. জহুরা বেগম, মো. মনির হোসেন, সোহেল, সুমন মিয়া, শিউলি আক্তার ও শারমিন।
স্থানীয়রা জানান, দুইতলা বাড়ির উপরের তলায় সুমন দুই সন্তন নিয়ে বসবাস করতেন। শবে বরাত উপলক্ষে রাতে যখন সবাই রান্নার কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় সুমনের ছেলে ছামিন কম্পিউটার চালু করেতে যায়। কম্পিউটার চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় শিশু ও নারীসহ মোট ১১ জন অগ্নিদগ্ধ হয়। ঘটনার প্রায় আধঘণ্টা পর স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
আরও পড়ুন: সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৪
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ মর্মে একটি প্রতিবেদন জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার বরাবর দাখিল করেছেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘রান্না ঘরের গ্যাস সিলিন্ডার আগে থেকেই লিক ছিল। তাই কম্পিউটার চালুর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।’