সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ হয়ে দৌড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
আরও পড়ুন: ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
শ্রমিকরা জানায়, লেনী ফ্যাশন কারখানার মালিক একজন ভারতীয়। করোনার কারণে অনেকদিন ধরে তিনি কারখানায় আসছেন না। এই মালিকের দু'টি কারখানায় কাজ করেন প্রায় ৬০০ শ্রমিক। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারখানা দুটি বন্ধ। জানুয়ারি মাসের বেতনও তারা পাননি। তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাও আটকে আছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস ১০ মে’র মধ্যে পরিশোধের দাবি
আসাদুজ্জামান বলেন, রবিবার সকালে বেতন-ভাতার দাবিতে লেনী ফ্যাশনের কয়েক'শ শ্রমিক নতুন ইপিজেডের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম এই সড়কটিতে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার জন্য বোঝালেও তারা বিক্ষোভ করতে থাকেন। পরে জলকামান নিক্ষেপ করে তাদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল।
আরও পড়ুন: খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
তিনি বলেন, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া করলে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী অন্য একটি কারখানায় কর্মরত জেসমিন নামে এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।