পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের সঙ্গে গরু বহনকারী করিমনের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত ও দুইজন স্কুলছাত্র আহত হয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিতুল দাশুড়িয়া ইউনিয়নের আতাইল শিমুল গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ২ জন
আহতরা হলেন- উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মো. শিহাবের ছেলে মো. শিয়াম (১৬) এবং জয়নগর এলাকার বিশাল (১৫)।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দাশুড়িয়া থেকে তিনজন একসঙ্গে মোটরসাইকেল ঈশ্বরদী অভিমুখে আসছিল। এসময় বিপরীত দিক আসা গরু বহনকারী করিমন মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিতুল হোসেন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস সদস্যরা।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনচার্জ অপু মন্ডল জানান, সকালে বহরপুর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজন মৃত ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সবার শরীরে স্কুলের ইউনিফর্ম ছিল। আহত সিয়াম ও বিশালের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত