কুড়িগ্রামের উলিপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে থেতরাই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা (৫০)'র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী এক নারী।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৯ জুন থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতা ডাকলে সকাল ৯ টার সময় ভোটার আইডি কার্ড নিয়ে তার বাড়িতে যান ভুক্তভোগী নারী। কিন্তু বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে ঘরের ভিতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী ধস্তাধস্তি করে দরজা খুলে দ্রুত রুম থেকে বেরিয়ে যান। ঘটনাটি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন অভিযুক্ত চেয়ারম্যান আতা। এ ঘটনায় সোমবার (২৭ জুন) ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ওরফে আতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা করা হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কালীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার