মধ্য প্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তিন প্রবাসীর মৃত্যু হয়েছে।
সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় রবিবার সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাবাসী। তাদের মধ্যে জাহেদ (৪২) পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার বাসিন্দা। এছাড়াও নিহত সালাউদ্দিন (৪০) ও আবছারের (৪৫) বাড়ি বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামে।
নিহতরা সবাই ওমানের গোবরায় পর্দার দোকানে চাকরি করতেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের বাংলাদেশি মালিক মো. রেজাউল করিম জানান, তারা মাস্কাট থেকে এক হাজার কিলোমিটার দূরে সালালাহ শহরে পর্দার কাজ করতে এক সপ্তাহ আগে গিয়েছিলেন। কাজ শেষে তারা সকালে মাস্কাটে ফিরছিলেন। পথে তামরিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
আরও পড়ুন: ইতালি প্রবাসীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতার নামে মামলা
নিহতদের মধ্যে গাড়ির চালক মো. জাহেদ তার আপন ভাগিনা বলে রেজাউল করিম জানান। রয়েল ওমান পুলিশ তিন বাংলাদেশির লাশ উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালের মর্গে রেখেছে। সোমবার লাশ মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে।
বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাশগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।