কক্সবাজারে উখিয়া উপজেলায় পালংখালী ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। শনিবার (০৭ জানুয়ারি) রাতে উখিয়া ক্যাম্প-১৫ এ এই ঘটনা ঘটে।
রশিদ আহমদ (৩৬) ক্যাম্প-১৫ এর ‘এ’ ব্লকের বাসিন্দা ও হেড মাঝি (নেতা)।
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের পুনর্বাসনে ইউএনএইচসিআরের সুপারিশ বিবেচনা করবে যুক্তরাষ্ট্র
শনিবার দিবাগত রাত ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, রাতে তিন জন দুর্বৃত্ত রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তিনি তার দ্বিতীয় স্ত্রীর ঘর ক্যাম্প-১৫ এ অবস্থান করছিলেন।
আহত অবস্থায় তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওলিউর রহমান বলেন, এমএসএফ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। ছুরিকাঘাতে ভিকটিমের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এছাড়া মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলেও জানান তিনি।