মারা যাওয়া দুজন হলেন- বগুড়া শহরের নিউ মাকের্টের সুতার ব্যবসায়ী ও শহরের ফুলবাড়ীর বাসিন্দা জাবেদ আলী (৫৬) এবং শহরের হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বৃন্দাবনপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদ (৫৫)।
এদের মধ্যে, জাবেদ আলী সোমববার সকাল ৭টায় মোহাম্মাদ আলী হাসপাতালে এবং আবুল কালাম আজাদ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার দিবাগত রাত ১২টায় মারা যান।
সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ায় উপজেলাভিত্তিক আক্রান্ত সংখ্যা সদরে ৭৬ জন, সারিয়াকান্দিতে ৭ জন, শাজাহানপুরে ৫ জন, শেরপুরে ৪ জন, সোনাতলায় ৪ জন, গাবতলীতে ৪ জন, শিবগঞ্জে ৩ জন, ধুনটে ৩ জন, কাহালুতে ২ জন এবং নন্দীগ্রামে একজন।
নতুন করে আক্রান্তদের নিয়ে বগুড়ায় মোট ২১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনসহ মোট ২৪৮ জন সুস্থ হয়েছেন।
সরকারি হিসেবে এ জেলায় মোট ৩৩ জন মারা গেছেন।