বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৯ শতাংশ। এনিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা চার হাজার ২১ জনে দাঁড়িয়েছে। বাগেরহাটে এ পর্যন্ত মারা গেছেন ৯২ জন।
আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে তিন দিন ধরে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৯ থেকে ৪৮ দশমিক ২০ শতাংশের মধ্যে উঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১২৭ জন করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আক্রন্তদের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৭১৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৩ মৃত্যু
জেলার প্রতিটি উপজেলায় এন্টিজেন টেস্ট করা হচ্ছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।