চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার জাহাজ ডুবে ক্যাপ্টেনসহ সাতজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের সি রিসোর্স কোম্পানির জেটি এলাকায় এমভি মাগফিরাত নামে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ
স্থানীয় সূত্রে জানা গেছে, মেরামত করতে সি রিসোর্স কোম্পানির ডক ইয়ার্ডে তোলার সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লাগে। পরে উল্টে অল্প সময়ের মধ্যে নদীতে তলিয়ে যায়। ঘটনার পরপর জাহাজে থাকা প্রধান প্রকৌশলীসহ ৯ নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও জাহাজের ক্যাপ্টেনসহ সাত জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া নাবিকরা হলেন-জাহাজের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান, সহকারী প্রকৌশলী আসলাম, গ্রিজার মো. মনির এবং সেলার বশর, আনোয়ার, রাকিব, বাচ্চু ও সাইদুল।
নিখোঁজরা হলেন-ট্রলারের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন, ডক মেম্বার রহমত মিয়া নিখোঁজ হন।
নিখোঁজ অন্য জনের নাম জানা যায়নি।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, জাহাজ ডুবতে শুরু করলে প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে পাশ্ববর্তী নৌকার সাহায্যে উদ্ধার করে তীরে আনা হয়।
কিন্তু বাকিরা জাহাজের ভেতরে আটকা পরে। নিখোঁজদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ-থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে চেষ্টা চালাচ্ছে।
স্রোতের কারণে ডুবুরীরা কাজ করতে পারছে না। উদ্ধারকারী জাহাজ ও বিভিন্ন সরঞ্জাম সংগ্রহের জন্য ট্রলার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি।
তারা বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে লাইটার জাহাজডুবি: নিখোঁজ ৮
চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি: সীতাকুণ্ড থেকে আরও একজনের লাশ উদ্ধার