সিলেটের কানাইঘাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপির লামা দলইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলকাছ উদ্দিন (৫৫) ওই গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা আড়াইটার দিকে আলকাছের বাড়ির উত্তর পাশের একটি খালে তার ছেলে হাসান মাছ ধরতে যায়।পাশের বাড়ির ফয়জুল হকের ছেলে নাঈম উদ্দিন (৫০) ও তার চাচাতো ভাই রেজাউল (২০) তাকে মাছ ধরতে বাঁধা দেন। এতে আলকাছ মাছ না ধরার জন্য ছেলেকে শাসন করলে নাঈম ও রেজাউল তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা আলকাছের ওপর চড়াও হয়। এসময় রেজাউল দেশীয় অস্ত্র দিয়ে আলকাছকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটে মা ও ২ শিশুকে গলাকেটে হত্যা
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, সংবাদ পেয়ে ওসি তাজুল ইসলামসহ আমি ঘটনাস্থলে যাই। নিহতের লাশ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুন: সিলেটে দিনদুপুরে ছুরিকাঘাতে যুবক খুন