রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাড়িতে শুক্রবারের আগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হওয়া দম্পতি মারা গেছেন। শুক্রবার রাত ও শনিবার সকালে ১১ ঘন্টার ব্যবধানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।
মৃতরা হলেন, কামরাঙ্গীরচর এলাকার আবদুল মতিন (৪০) ও তাঁর স্ত্রী ইয়াছমিন (৩৫)।
আরও পড়ুনঃ রূপগঞ্জে কারখানায় আগুন: সজীব গ্রুপের চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ইয়াছমিন এবং শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে আবদুল মারা যান।
শুক্রবার ভোরে কামরাঙ্গীরচর এলাকায় তাদের দোতলা বাড়ির নিচ তলায় আগুন লাগলে আবদুল মতিনের পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।
আরও পড়ুনঃ রূপগঞ্জে আগুনে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: শ্রম প্রতিমন্ত্রী
চার্জ দেওয়ার জন্য নিচতলায় রাখা অটোরিকশার ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে কারখানায় আগুন: গেটে তালা থাকায় এতো প্রাণহানি
আগুনে দগ্ধ অন্যরা হলো, এই দম্পতির দুই কন্যাশিশু মাইশা (৯) ও আয়েশা (৫) এবং আবদুল মতিনের ভাগ্নে রায়হান (২৫)।
শুক্রবার ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেছেন, ‘আবদুলের শরীরের ৯২ শতাংশ, ইয়াসমিনের ৯৫ শতাংশ, রায়হান ১০ থেকে ১২ শতাংশ এবং মাইশা ও আয়েশার প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’