কিশোরগঞ্জ, ১৪ মে (ইউএনবি) করোনার কারণে গত বছরের মত এবছরও কিশোরগঞ্জে মসজিদে মসজিদে ঈদুল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
করোনাভাইরাস সংক্রমণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনে ধর্ম মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এ বছর জামাত অনুষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: খুলনায় কর্মজীবী নারীদের ঘরে নেই ঈদ আনন্দ!
জেলা শহরে ঐতিহাসিক পাগলা মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ঐতিহাসিক শহীদী মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী ও শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক ঈদ জামাতে ইমামতি করেন।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিপুল সংখ্যক মুসুল্লি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
জেলা শহরের প্রাচীনতম বিখ্যাত পাগলা মসজিদে অনুষ্ঠিত তিনটি ঈদ জামাতের একটি সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয়টি সোয়া ৯টায় এবং তৃতীয়টি ১০টায় অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও জেলার সকল মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।