কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন।
বৃহস্পতিবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের লোদারবিল হাওরে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটের ওসমানীনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
নিহত যুবক সজীব আলী হোসেন (২২) উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং আহত রুহুল আমিন (২০) একই গ্রামের আবদুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব ও রুহুল মিলে রাতে হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ৯টার দিকে ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় সজীব ও রুহুল বজ্রপাতে আহত হন।
পরে, স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজীব আলী মারা যান। রুহল আমিন হবিগঞ্জ একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আদমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. কবির হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ ছাত্রীর মৃত্যু