আরও পড়ুন: কুড়িগ্রামে নামাজরত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
উপজেলার ভাওরখোলা গ্রামের দক্ষিণ পাড়ায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নিহত নাজমা বেগম (৬৫) ওই গ্রামের আবদুস সালামের স্ত্রী। আহতরা হলেন আবদুস সালাম, তার ভাই সিরাজুল ইসলাম, ফারুক ও মকবুলসহ অন্তত পাঁচজন। আহতদের মধ্যে সালামসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হামলাকারী ও হামলার শিকার দুপক্ষই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া নিয়ে সিরাজুল ইসলামের সাথে আব্বাসীর বিরোধ চলছিল। শুক্রবার সিরাজ তার চাচাতো ভাই দিলবরের মেয়ের বিয়ে উপলক্ষে ঢাকা থেকে বাড়িতে আসেন। তবে সামনে ইউপি নির্বাচন থাকায় সিরাজের বাড়িতে আসার বিষয়টি মেনে নিতে পারেননি আব্বাসী।
কুমিল্লায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
শুক্রবার সন্ধ্যায় আব্বাসীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সিরাজের ঘরে হামলা চালায়। এ সময় নাজমা বেগমসহ ঘরে থাকা সবাইকে কুপিয়ে আহত করা হয়। আহতদের পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চকরিয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত
এ বিষয়ে ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাসীর ফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই ইমরান সরকার টিটুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, ‘চেয়ারম্যান ফারুক আব্বাসীর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় জড়িতরা পালিয়ে গেছেন। আমরা তাদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।’
আরও পড়ুন: নলছিটিতে চাঁদার দাবিতে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতা
চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
আনোয়ারায় উপজেলায় ছাত্রলীগ কর্মী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। উপজেলা সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ চৌধুরী ইমন (২১) দিলোয়ারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নোয়াখালীর সুবর্ণচর থানার চরফ্যাশন গ্রামে মো. আবদুলের ছেলে। তারা আনোয়ারায় ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে নিহত যুবক ইমন ছাত্রলীগের কর্মী। খুনের অভিযোগ জেলা ছাত্রলীগের পদধারী এক নেতার বিরুদ্ধে। যদিও এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলছেন না।
আরও পড়ুন: ঘরে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে ‘হত্যা’, আটক ৩
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই আলাউদ্দিন মিয়া তালুকদার জানান, রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাতে আহত ইমনকে আনোয়ারা থেকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম বলেন, ‘আশরাফ চৌধুরী নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। কী কারণে কারা তাকে খুন করেছেন তা আমরা তদন্ত করে দেখছি।’