আরও পড়ুন: নাটোরে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, লাশ মিলল পুকুরে
নিহত মোহাম্মদ আলী (৬৫) ওষুধের ব্যবসা করতেন বলে জানা গেছে।
উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের হত্যার এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে জুট মিলের শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ব্যবসায়ী মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত মোহাম্মদ আলী ওষুধের (কেমিস্ট) ব্যবসার পাশাপাশি নকল মুদ্রা ও পুতুলের ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।’
আরও পড়ুন: রাজধানীতে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
এদিকে নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেয়া তথ্যে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় এবং একজনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামে ও অপরজনের বাড়ি নেত্রকোনা জেলায়। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
আরও পড়ুন: কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে।