নগরীর রাস্তার পাশ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আটজনকে জরিমানা করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে রেলওয়ের উচ্ছেদ অভিযান
মঙ্গলবার দুপুরে নগরীর টমছম ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী।
আরও পড়ুন: ফুটপাত দখলমুক্ত করতে চৌগাছায় উচ্ছেদ অভিযান
সংশ্লিষ্টরা জানান, ভ্রাম্যমাণ আদালত নগরীর সবচেয়ে যানজট প্রবণ টমছম ব্রিজ এলাকায় রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং আট প্রতিষ্ঠানের মালিককে আর্থিকভাবে জরিমানা করে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে উচ্ছেদ অভিযানে ভবন চাপায় যুবক নিহত
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ জানান, নগরীকে যানজটমুক্ত রাখতে প্রতিটি সড়কে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।