কুমিল্লার হোমনায় বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ১৫ মাস বয়সী মানহা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে।
১৫ মাস বয়সী মানহা আক্তার ওই গ্রামের হাফেজ ওয়ায়েজকুরুনীর মেয়ে।
আরও পড়ুন: বাগেরহাটে মায়ের সঙ্গে গোসলে নেমে পুকুরে ‘ডুবে’ শিশুর মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মানহা শুক্রবার দুপুরে ঘরের ভেতরে খেলছিল। হঠাৎ শিশুটি হামাগুড়ি দিতে দিতে ঘর থেকে বের হয়ে যায়। এরই মাঝে মানহা কোনো এক সময় সবার অলক্ষ্যে বাড়ির পাশের জমে থাকা পানির গর্তে পড়ে যায়।
এক সময় পরিবারের সদস্যদের শিশুটির কথা মনে পড়লে খোঁজাখুঁজি শুরু হয়। এদিক ওদিক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে জমে থাকা পানির গর্তে শিশু মানহাকে ভাসমান অবস্থায় খুঁজে পায় স্বজনরা।
সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু