কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি মোটরসাইকেল চুরি করে রেজিস্ট্রেশন নম্বর প্লেট খুলে এবং চেসিস নম্বর মুছে দিয়ে ভারতীয় সীমান্তে বিক্রি করে আসছিল। এর বিনিময়ে তারা ভারতীয় গাঁজা ও ফেনসিডিল এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো।
আরও পড়ুন: গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারদের মধ্যে ছয়জনের নামে হত্যা, চুরি, ডাকাতি,অস্ত্র ও মাদকের মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত কয়েকদিন আগে চোরাই মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: মতলবে জমির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৩