কুষ্টিয়ার মিরপুরে বিএনপি'র যুগ্ম সম্পাদক আফজল হোসেনসহ আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে তাদের (বিএনপি) ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
অপরদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম নাশকতার মামলার আসামি আট বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।
ওসি জানান, মিরপুর পৌর এলাকা থেকে আজ সকালের দিকে নাশকতা মামলার আসামি বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী জানান, শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মিরপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনগুলোর নেতারা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে সেখান থেকে ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে বিএনপি'র মিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রয়েছেন।
আরও পড়ুন: খোকসায় পুলিশের বিরুদ্ধে বিএনপির অফিস বন্ধ করে দেয়ার অভিযোগ
বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত