কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ০২ শতাংশ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ১১৫ জন।
একই সময় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে আট জন এবং উপসর্গ নিয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ১৫ জন।
আরও পড়ুন: সিলেটে একদিনে আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৭০২
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৯৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৫৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৪১ জন।
কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭২ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৪০ জন।
আরও পড়ুন: বিশ্বনাথে করোনা ও শ্বাসকষ্ট রোগীদের ‘অক্সিজেন বন্ধু রুহুল’
বর্তমানে কুষ্টিয়ায় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৫১ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৩৯ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৮১২ জন।