কোরবানির পশু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছেড়েছে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় ৭৭টি গরু ও ৬টি ছাগল নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ছাড়ে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে এই বিশেষ সার্ভিসের উদ্বোধনের পরই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
আরও পড়ুনঃ বিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, করোনা মহামারির পরিস্থিতিতে রেল মন্ত্রণালয় এই ট্রেন সার্ভিসের সিদ্ধান্ত নেয়। ম্যাংগো স্পেশাল ট্রেনে ওয়াগন জুড়ে দিয়ে পশু পরিবহন করা হবে। প্রতিটি গরুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা ও ছাগল প্রতিটি ২৯২টাকা। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহণ করা যাবে। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন সার্ভিস চলবে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ ঢাকা ম্যাংগো ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এসময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সহকারি স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।