চট্টগ্রামের বোয়ালখালীতে কোরবানির হাটে মহিষের আক্রমণে মো.কামরুল ইসলাম ইহাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল শ্রীপুর এলাকার মোরশেদের ছেলে।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুরহাট: স্থানীয় সরকার মন্ত্রী
বিষয়টি নিশ্চিত করে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষ আক্রমণ করলে গুরুতর আহত হয় কামরুল। নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকায় তিন পশুর হাট বাতিল
উপজেলা ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন সাগর জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত মহিষটি কানুনগো পাড়ায় অবস্থান করে। প্রাণিসম্পদ জেলা কার্যালয় টিম চট্রগ্রাম শহর থেকে ট্রাঙ্কুইলাইজার গান নিয়ে যান। তারা এসে মহিষটিকে নিয়ন্ত্রণে আনেন।