খুলনায় ইয়াসিন আরাফাত (১৮) নামের যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইয়াসিন মহানগরীর সন্ধ্যাবাজারে মাছ বিক্রি করতো।
এর আগে বেলা ১১টার দিকে মহানগরীর শেরে বাংলা রোডে ইয়াসিনকে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন:খুলনায় রহিমা খাতুন নিখোঁজ মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে ইয়াসিনকে কুপিয়েছে তার বন্ধুরা। সাত থেকে আটজন একটি ইজিবাইকে করে ১১টার দিকে এসে প্রথমে ইট দিয়ে আঘাত করে। যাদের বয়স ১৫-১৮ বছরের মধ্যে। পরে ধারালো ছুরি বা চাপাতি দিয়ে ইয়াসিনের বুকে কুপিয়ে ইজিবাইক ফেলে রেখে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন মারা যান।
নিরালা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ইয়াসিন আরাফাতের হত্যার মূল রহস্য উদঘাটনের চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে চাপাতি দিয়ে ইয়াসিনের বুকে কোপ দেয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িতরা সবাই কিশোর।
তিনি আরও বলেন, হত্যার স্থান থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ