খুলনায় ডাকাত সন্দেহে দুই ভাইকে আটক করা হয়েছে। সোমবার রাতে সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাব ।
আরও পড়ুনঃ গাজীপুরে র্যাবের সাথে ‘গোলাগুলিতে ’ যুবক নিহত
আটক দুই ভাই হলেন, সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মো. হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯)।
র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাতে র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ওই স্থানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে হেলাল ও জেল্লালকে আটক করা হয়।
আরও পড়ুনঃ র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ টঙ্গীতে ‘হত্যা মামলার আসামি’ নিহত
এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশে তৈরি হাসুয়া উদ্ধার করে জব্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও ভারতীয় রুপিসহ আটক ২
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মহনগরীর সোনাডাঙ্গা থানায় পেনাল কোডের ১৮৬০ সালের ৩৯৯ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।