চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, মাদক ও ভারতীয় রুপিসহ দুজনকে আটকের কথা জানিয়েছে চোরাচালান বিরোধী টাস্কফোর্স।
সোমবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর এলাকার ওমর ফারুকের ছেলে লিটন (২৭) ও পিরোজপুর সোনামসজিদ এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে লিটন (২৫)।
আরও পড়ুন: চাঁদপুরে জুয়ায় হেরে ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামি আটক
মঙ্গলবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বেয়ে গঠিত টাস্কফোর্স সোমবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত কানসাট বাজারে লিটনের দোকানে তল্লাশি ও অভিযান চালায়। এ সময় দুই বোতল ভারতীয় ফেনসিডিল, হাসুয়া, ডেগার, এয়ারগান, ২ হাজার ৫১০ ভারতীয় রুপিসহ দোকান মালিক লিটন ও তার সহযোগী লিটনকে আটক করা হয়।
অভিযানের সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হাটহাজারীতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৫৬
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।