খুলনা জেলার কয়রায় পুলিশ কনস্টেবল মো.মফিজুল ইসলাম হত্যা মামলায় কয়রা দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়লসহ চার আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সুনান্দ বাগচী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এমএম মজিবুর রহমান।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক ইউপি সদস্য নাছের আলী মোড়ল, মোস্তফা রিপন মোড়ল ও আ. রউফ শেখ। মামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা।
আরও পড়ুন: দুদকের মামলায় খুলনায় সাবেক ওসি সস্ত্রীক কারাগারে
ইতোপূর্বে সিআইডি’র দাখিলকৃত তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, কয়রা দক্ষিণ বেদকাশির গোলখালী গ্রামে ৯ বছর আগে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে কনস্টেবল মো. মফিকুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আংটিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.মমিনুর রহমান বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন।
কয়েক দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর ২০১৫ সালে সিআইডি পুলিশ পরিদর্শক সরদার মো. হায়াত আলী আদালতে একটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আসামিপক্ষ উচ্চ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করলে মামলাটি স্থবির হয়ে পড়ে।
আরও পড়ুন: খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন!