খুলনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) খুলনার লবণচরা থানার পিঁপড়ামারি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কয়রার বেদকাশি এলাকার এসএম শহিদুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম হৃদয় (৩২), তার সহযোগী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুতিয়াপাড়া গ্রামের মৃত মো. শাহবুদ্দিন সরকারের ছেলে মো. মামুন মাহমুদ (৪২) ও তার স্ত্রী সুলতানা আক্তার (৩৭) ৷
র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালীসহ ফরিদপুর, ঢাকা, চাঁদপুর, গাজিপুর, বগুড়া, নরসিংদী ও অন্যান্য অঞ্চলের প্রায় ২১ জন ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে এই অভিযান চালানো হয়। প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে আনুমানিক ৭২ লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় র্যাব।
আরও পড়ুন: সিরাজগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ভুক্তভোগীদের সঙ্গে কথোপকথনে র্যাব আরও জানতে পারে, এই চক্রের সদস্যরা তাদের বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, কাস্টমস কর্মকর্তাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার পরিচয় দেয় এবং চক্রের সদস্যদের সহায়তায় ব্যাংক ও সরকারি অফিসে বসেই ৫০ লাখ থেকে দু’শত কোটি টাকা অঙ্কের লোন করিয়ে দেয়াসহ চাকরি দেয়ার কথা বলে বিশ্বাস অর্জন করে এবং প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার হরিণটানা থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে মামলা করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।