খুলনার রূপসায় বাসচাপায় পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম উদ্দিন (৩৮) খুলনার বটিয়াঘাটার বিরাট কালবুনিয়া গ্রামের মো. আব্দুল ওয়াদুদ মোল্যার ছেলে ও নগর সিটি এসবির এএসআই।
দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় দায়িত্বরত অবস্থায় গাড়িচাপায় এসআই নিহত
রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মোশারফ হোসেন জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে খুলনা সিটি এসবির এএসআই নাসিম উদ্দিন তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলযোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি খুলনা-মোংলা মহাসড়কে পৌঁছলে মোংলা থেকে ছেড়ে আসা রূপসাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা নাসিম ও শফিকুল ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
তিনি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে খুলনার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নাজিম উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
ওসি জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।