খুলনায় হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি বাবু বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা মামলায় বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি কামরুল হোসেন জোয়াদ্দার।
মামলার এজাহার থেকে জানা গেছে, খুলনার ৯ নং মিয়া পাড়া এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম ডলার। তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন জনৈক সুধীর বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস। ঘটনার আগের চারমাসের ঘর ভাড়া নিয়ে ভাড়াটিয়া বাড়ির মালিকের সঙ্গে তাল-বাহানা করতে থাকে।
২০১৭ সালের ২৪ অক্টোবর রাত ১২ টার দিকে বাড়ির মালিক ডলার ভাড়া আনতে আসামি বাবুর কাছে যান। এ সময়ে উভয়ের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে বাবু ঘর থেকে ধারালো একটি ছুরি দিয়ে ডলারের শরীরে উপর্যপুরী আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে পরিবার ও অন্যান্য ভাড়াটিয়া তার লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ সুরতহাল রির্পোট করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত ডলারের স্ত্রী বাদী হয়ে ওই দিন থানায় হত্যা মামলা দায়ের।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি বাবুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: রাজশাহীতে পদ্মা সেতুর নামে গুজব ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড